কত মেঘলা বিকেল
গেল একলা কেটে
তোমার প্রতীক্ষায়,
স্বপ্ন তাই আজো যেন
আছে দাঁড়িয়ে
স্বপ্নের দরজায়।

মেঘলা হাওয়া যাচ্ছে বয়ে
মন রয়েছে উদাস,
রামধনু কি উঠবে হেসে
আকাশ দিচ্ছে না তার আভাস।

পাখি গুলো ফিরছে যেন
উদাস হয়ে নীড়ে,
নয়ন কোণে অশ্রু যেন
জমছে ধীরে ধীরে।

ফড়িং গুলো মেলছে ডানা
শূন্যতারি মাঝে
কি জানি কি খুঁজছে তারা
শূন্যতারি ভাজে।

পথের ধূলো যাচ্ছে উড়ে
হাওয়ার গায়ে মিশে
বহূ দূরের পথে হয়তো তারা
পাবে খুঁজে তাদের মনের দিশে।

01/07/2018