কি করে ভুলাই মায়ের কষ্টখানি
মায়ের চোখে ভাসে তার মায়ের
মমতা মাখা মুখখানি।
নিয়ম নীতি আর সংসার
করেছে তাকে মায়ের কাছ থেকে পর
দূর দেশেতে এসে তাকে
গড়তে হলো পরকে নিয়ে ঘর।
মায়ের পাশে শুয়ে যখন
করি নানা গল্প
তাকিয়ে দেখি
যেন কি এক ব্যথায় মলিন হলো
মায়ের মুখখানি অল্প অল্প।
এমনি করে সেও ছিল
তার মায়ের পাশে শুয়ে
কোন একটি সময়,
সে সময় যে এখন শুধুই স্মৃতি
তা ভাবলে কি আর হয়।
সেই বয়স কুড়িতে ছেড়ে এসেছে
মায়ের কোল খানি
শুধু বলে না জানি কেমন আছে
দূর দেশেতে আমার জননী?
মায়ের মুখটি দেখবে বলে
দিন গুণে যায়
মায়ের কাছে যাবে ছুটে
যদি সংসারের ব্যস্ততা থেকে একটু সময় পায়।
এমন নিয়ম চলতে থাকবে
যতদিন রইবে ধরনী
তোমায় ছেড়ে কেমনে রব আমি
বলে দাওগো মা জননী?