মা দিবসে মাকে নিয়ে
ফেসবুকেতে পোস্ট দিয়ে
হাজার হাজার নাইক কমেন্ট
হয়তো পাওয়া যায়,
এ করেইকি মায়ের প্রতি
সারে আমাদের দায়।
মোবাইলেতে মুখটি গুজে
করছো মা দিবসের পোস্ট
মা যদি ডাকে কাছে
বলো বিরক্ত করো কেন রোজ।
দিবস শেষে ঘরে ফিরে
রজনীতে মোবাইলে দাও ডোব,
মা চায় প্রতিটি ক্ষণ
সন্তান তার কাছে থাক খুব।
সারা দিবস মাকে তুমি
করছো না তো মনে
ওদিকে মা যে তোমায়
রাখে তার প্রাণে।
কত সময় দাও অযথা
মাকে দিতে চাও না একটু সময়
তবুও মা তোমার আশায়
থাকে সবসময়।
রচনাকাল-12/05/2019