লুকোচুরি লুকোচুরি খেলায়
মেতে আছে তারা সকাল সন্ধ্যা
আর রাত্রি বেলায়।
কালো মেঘ আর সূর্য
মেতে আছে তারা
লুকোচুরি খেলায় এখন দিবা রাত্র।
কালো মেঘ খেলা করে
সূর্যটাকে আড়াল করে ।
মাঝে মাঝে সমীরণ
তাদের সাথে
করে কিছু আলাপন।
মেঘের ফাঁকে ফাঁকে
বিজলি হাসে আর খেলে
ক্ষণে ক্ষণে উচ্চ স্বরে
তার হাসির ধ্বনি বেজে উঠে
আলোকে আলোকে ঝলকিত করে যে ধরা
তার ঝলকে ত্রাসে কম্পিত হয়ে হৃদয় হয় যে সারা।