যদি একদিন
হঠাৎ তোমার হাতটি ধরে বলি
চল আজ হাটবো দুজনে
ওই কৃষ্ণচূড়া বিছানো পথে,
আমি আলতায় রাঙায়নিকো পা
কৃষ্ণচূড়ায় রঙে সাজাবো বলে।
তুমি কি তোমার ব্যস্ততাকে ছুটি দিবে?
আর হাটবে আমার সাথে..............
বিকেলের সেই রক্তিম আভা গায়ে মেখে
তপ্ততাকে বিদায় দিয়ে সদ্য শীতল হওয়া সমীরণে
কবরীটাকে মুক্ত করে অলক দিবো খুলে
হাওয়ার মাঝে ভাসবে তা
কালো মেঘ ভাসে যেমন নীল অম্বরে।
কর্ণপার্শ্বে কৃষ্ণচূড়া দিলে তুমি তুলে
সাজবো আমি আপন প্রাণে
তোমার শিহরণে।
শত রঙের প্রজাপতি করবে খেলা
হৃদয় কুসুম উদ্যানে।
তোমায় পাশে পাই যদি
এই কৃষ্ণচূড়ার বনে।
14/07/2018