প্রতিনিয়ত কথা হয়
যে হরেক রকম কথা
এক একটি করে কথা
খুটে খুটে এনে
এ যেন কথার মালা গাঁথা
যে মালা অদৃশ্য পটে অঙ্কিত হয়
আর হৃদয় পটে চিরস্থায়ী হয়ে করে নেয় আসন ।
কথা যেন ফুরোবার নয়
কত কথা
যেন কথার নদী ছুটে চলেছে অবিরত
সমুদ্রের পানে
আর সমুদ্র থেকে
সে যেন ছুটতে চায়
ওই দূর দেশের দূর দিগন্ত ছাড়িয়ে
কল্লোলের ধ্বনি ছেড়ে
নীল জলের মহাজলাধার মহাসাগরের দিকে।
এত কথা বলা হয়
তবু যেন মনে হয়
অসমাপ্তই রয়ে গেল বুঝি
মনের কথা
অসমাপ্ত কথা যেন
অসমাপ্ত কথাই থেকে যায়
দিনের পর দিন
যবনিকা তার আসে না তো
আসতে চায় না যেন কোন দিন।
কথা সে তো চলমান
নদীর মতো..........