কষ্ট
---কনিকা সরকার

বড় স্বার্থপর, না খুব স্বার্থপর হয়তো আমি।
ক্ষণিক সুখে তাইতো মনের মাঝে নেই তুমি।

দুয়েক দন্ড সুখের ছোঁয়ায় মন হয়েছে বিভোর
তাই তো তোমায় রেখেছে সে আমার থেকে দূর।

জানি তুমি আমার পাশে থাকো সর্বদা,
একটু সুখের হাতছানি করেছে তোমার থেকে আমায় আলাদা।

তোমার সাথেই হয় অভিমান তোমার সাথেই বসবাস,
তোমায় ছাড়া আমি কি আর গড়তে পারি আবাস।

কষ্ট তুমি শত বলার পরেও আমার সাথে সাথেই থাকো
আমায় তুমি কখনো নাহি পর করে রাখো।

আপন তুমি বড় আপন এই কথাটা জেনো
ক্ষণিক সুখ তোমার থেকে ছিন্ন করতে পারবে না এই কথাটি শুনো।

রচনাকাল-10/10/2019