কবিতা,
তুমি থাকো সদা মুক্ত বিহঙ্গ ন্যায়
বিচরণ কর পবন কায়ার সনে
মিশে থাকো মানব মায়ার মনন মন্দিরে-
বলো রাখি কি করে তোমায় বন্দী করে
মোটা কাগজ দিয়ে গড়া দুই মলাটের অন্তরালে,
করতে চাই না বন্দী
থরে থরে সাজিয়ে রেখে
স্বচ্ছ কাচের দেয়ালে।
থাকো থাকো তুমি থাকো
গগনে স্বাধীন চলা মেঘপুঞ্জের মতো হয়ে,
আমি বাধি গো তোমায় বাধি কি দিয়ে?
হিয়ার বিষন্নতায় তুমি আনো
প্রশান্তির ছোয়া,
তোমার মাঝেই হারিয়ে গিয়েই
হয় শূন্যতায় নিজের মাঝে নিজেকে পাওয়া।
17/11/2018