তুমি তো পড়েছো শুধুই কবিতার চরণ
বাহবা দিয়েছো কত।
কবিতা তা কি শুধুই মাত্র কবিতা,
না কি ভেবেছো তা ‍শুধুই
ছন্দের সুতোয় গাঁথা শব্দের মালা।
কিন্তু তা যে নয়,
এক একটি কষ্টের যন্ত্রণার দীর্ঘশ্বাস.........
যদি কান পাত তবে শুনতে পাবে।
কি কষ্ট যন্ত্রণা প্রত্যেকটি শব্দের মাঝে বিচরণ করছে
আর ক্ষণে ক্ষণে ঘুমরে ঘুমরে কাঁদছে।
সেই কষ্ট নামের শব্দগুলো দিয়ে মালা গেঁথেছি
যাকে ভালোবেসে ডাকো কবিতা।

2-09-2018