নামহীন কবিতা আমি
নেই তো আমার কবি,
শব্দ গুলো এলোমেলো
ছন্দ বিহীন সবি।
ইচ্ছেগুলো পায় না তো রূপ
ভাবনা আঁকে ছবি,
নামহীন কবিতা আমি
নেইতো আমার কবি।
কল্পনাতে উদাস হাওয়া
লাগে যখন এসে,
স্বপ্নগুলো উঠে বেড়ায়
পায় না খুঁজে দিসে।
পাগল মনে মাতাল হাওয়া
দিচ্ছে যখন দোলা
শব্দগুলো একলা বড়ো
কবি রইলো হয়ে ভোলা।
নামহীন কবিতা আমি
নেই তো আমার কবি
ভাষা গুলো আঁকে বসে
ছন্দ মেলার ছবি।