এক খন্ড আকাশে রেখেছি চোখ
খুঁজেছি তোমায় নীলিমায়, শ্রভ্রতায়
খুঁজেছি আকাশের সেই সীমাহীন বিশালতায়
খুঁজেছি শুভ্র বিহঙ্গের ডানা মেলে মিশে যাওয়া সেই অসীম নীলিমায়
শুন্যতায় পবনের মনের আনন্দে বাঁধা হীন ছুটে বেড়ানোয়
খুঁজতে চেয়েছি ধুলো মাখা সেই বৃক্ষপত্রটির
হাওয়ার সাথে ভেসে খেলা করায়
জলের গায়ে অরুণ আলোয় সৃজিত সেই অনুপম আলোক মহিমায়।

খুঁজেছি তোমায়, খুঁজেছি তোমায়।

প্রতুষ্যের ঝড়া বকুল মালায়
ঘাসের ডগায় শিশির কণায় শিউলি ফুলের
লুটিয়ে পড়ায়
কোলাহলের যবনিকায় দিবসের শেষ বেলার
নীরবতায় আর নিস্তব্দতায়।

খুঁজেছি তোমায়, খুঁজেছি তোমায়

16/07/2018