খেয়াল
----কনিকা সরকার
ইচ্ছে গুলো ইচ্ছের দেয়ালে থাক আঁকা-
স্বপ্ন গুলো ভেসে যাক স্বপ্ন নীলিমায়,
কল্পনা গুলোয় থাকুক আলপনায়।
আশা গুলো আশার মাঝে যাক হারিয়ে,
ভরসা গুলো খুঁজেই ফিরুক আশ্বাস।
মুহূর্ত গুলো ভাবিয়েই যাক ভাবনা,
সুখ গুলো চলুক নিজের খেয়ালেই।
হাসি গুলো থাকনা জমা কষ্টের ভিড়ে,
খুশি গুলো সীমান্তে যাক না হয় মিশে
আনন্দ গুলো ছড়িয়ে পড়ুক সর্বত্র।
রচনাকাল-18/09/2019