ক্ষমা কর ভুল যত
---কনিকা সরকার
প্রার্থনায় হয়েছি রত,
ক্ষমা কর আছে ভুল যত।
রোধ এ অকাল প্রাণ হরণ,
রয়েছো যে তুমি সদা প্রাণেতে স্মরণ ।
স্থবির করো না তুমি এ চঞ্চল ধরা,
তবে যে বৃথা হবে সৃষ্টিকর্তা তোমার ফুটন্ত শশী, তারা।
মৌনতায় রইলে জীবন্ত প্রাণ,
কে গাইবে তোমার স্তব আর গান।
রঙের মেলা হলে মলিন,
কি হবে এই সূর্য উঠা সুন্দর দিন।
যত অপরাধ কর হে ক্ষমা,
দেখাও তোমার অনুপম মহিমা।
নিবাও প্রাণ হরণের করোনা নামের এই জলন্ত অনল,
ফুটাও প্রাণে প্রাণে আবার সুখের শতদল।
অবনীতে জাগাও আবার সেই বাঁচার আনন্দ,
মৃত্যুর মিছিল হে বিধাতা, করে দাও বন্ধ।
রচনাকাল-22/03/2020