খাম বন্দি চিঠি
----কনিকা সরকার
খুব যত্ন করে
রোজ অবসরে একটু একটু করে
হৃদয়ের গহীনে থাকা সবটুকু ভালোবাসা নিঙরে দিয়ে
ছুয়ে ছুয়ে তাকে স্পর্শ করে দেখা
আর স্মৃতির পাতায় কিছু কথার
আলোড়ণে তোলপার করা-
মনের চারপাশটাকে,
নিস্তব্দতার মাঝেও যেন
শত কোলাহলে পূর্ণ আমার সেই সময়,
চোখের কোণে লেগে থাকে-
এক অতৃপ্ত চাওয়ায় তাকে পাওয়ার ক্ষুদ্র তৃষা
যখন হাতে তুলে নেই পরম যত্নে
ওই খাম বন্দি চিঠি.....
যা আজও বা হয়তো কোন দিনও
পৌছাবে না তার কাছে.......
যাবে না ডাক পিয়নের কাছে
পাবে না সে-
খোলা হবে না তা
দেখা হবে না
মনের অব্যক্ত কথাখানি..........
রচনাকাল-18/07/2019