জলের উপর জোছনা ছড়ায় যেমন আলো
জলের নিচে করে বসত তেমন অন্ধকারের কালো
রক্ত মাংসে বেঁচে থাকা মানুষ গুলোর মাঝে থাকে হাসি
অন্তরে কি সত্যিই বাজে সব মানুষের মাঝে মুখে লেগে থাকা হাসির সেই বাঁশি?

(25/02/2019)