অভিমানের ভাষা বুঝলে
পাবে তো সুখ,
না বুঝলে চলবে মনের রাজ্যে
অবরোধ
আরও মনের মাঝে বাড়বে
কত শত অসুখ।

(24/02/2019)