কালো কন্যার কালো চোখে
সাদা মেঘের ভেলা
কালো চুলে কালো মেঘ
করছে যেন খেলা ।
কালো দুটো ভ্রুর মাঝে
কাজল কালো টিপ
যেমন জ্বলে সন্ধ্যা বেলায়
ঘরের কোণে মাটির ছোট্ট দীপ।
কালো ঠোঁটে নাই বা ফুটোক
গোলাপ রাঙা হাসি
তবুও ও মুখেতেও ভালোবাসার
মুক্তো ঝরে রাশি রাশি।
রূপের নেইকো অহমিকা
তাতে কিছু বিন্দু
ভালোবাসার এ যেন
গভীর এক সিন্ধু ।