জলের উপর ভাসে কন্যা
----কনিকা সরকার
জলের উপর ভাসে কন্যা জলের উপর ভাসে
নিঠুর বন্ধুর নিঠুর ছলাকলায়, গেল তার জীবনটা বিষে।
জলের উপর ভাসে রে কন্যা জলের উপর ভাসে।
স্বপন ছিল দুই চক্ষুতে বাঁধিবো রাঙা ঘর
ছেড়ে তারে যাইবো নাতো করবো না তো পর
যত ভালোবাসা
যত ছিল আশা
নিঠুর বন্ধুর সাথে ছিল মিশে
তবু কেন জলের উপর কন্যা এখন ভাসে ?
জলের উপর ভাসে রে কন্যা জলের উপর ভাসে।
মিলিয়া দুইটা হৃদয় আঁকতো সুখের দিন,
পাষান প্রাণের মিথ্যা প্রণয়ে সে সুখ হয়েছে মলিন।
চোখে কন্যার অঝোড় ধারা,
প্রান বাঁচে না তাকে ছাড়া।
মনটা গেল ভেঙ্গে কত না স্বপ্ন পুষে,
নিঠুর বন্ধু প্রাণটা নিল তার মিষ্টি হেসে হেসে।
জলের উপর ভাসে কন্যা জলের উপর ভাসে।
রচনাকাল-25/08/2020