আমার ঘরের জানলার স্বচ্ছ কাচে
কুয়াশার বিন্দু জল
হয়ে এসো তুমি,
আর খোঁজে নিও
সেথায় তোমার বসত ভূমি।
ঘুম ভাঙা আধো ফোটা চোখে
দেখবো তোমায় চেয়ে,
শিহরিত করবো আমায়
আলতো করে তোমায় ছুয়ে দিয়ে।
ইচ্ছে হলে এসো তুমি অরুণ আলো হয়ে
বাষ্প করো আমার আখি কোণে
জমে থাকা অশ্রুজল,
খুঁজে পাবে তাতে
ঠোটের ভাজে ফোটা একটি শতদল।
বৃষ্টি হয়ে যদি আসো
কোন বিকেল বেলা,
রেশমি চুড়িতে হাত সাজিয়ে
রুনু-ঝুনু ছন্দ নিয়ে
তোমার মাঝে হাত বাড়িয়ে
খেলবো তোমার সাথে খেলা।
খোলা হাওয়া হয়ে যদি আসো
আমার বন্ধনহীন অলক সরোবরে,
দুজন মিলে না হয় হারাবো
কোন এক অচেনা পথে
শত রঙের প্রজাপতির প্রণয়ের ভিড়ে।