আমার আমার করে গেলাম
আমার কিরে আছে কোন ঘর,
আমি শুধু বসত করি
সবি তো হইল পরের ঘর দোর,

আমি হলাম এ পৃথিবীর
এক যাযাবর।

আপন ভেবে যতন করি
রতন বেঁধে রাখি আচলে,
এসব নয় যে বিন্দু মাত্র আমার
তা বুঝি সময় চলে গেলে।

দিন ফুরালে
বদলে যায় শুধু চেনা ঘর,
যায় না বুঝা এ জীবনে
কে যে কত আপন আর কে যে হলো পর।

সকলের মঙ্গলের তরে বাঁধি
কত উপাসনা
সবাই তো ভুলে থাকবে আমায়
একদিন শুধু আমিবিনা।

নিবে না তো খোঁজ
প্রয়োজনবিনা
চেনা হবে জানি
একদিন বড় অচেনা।


13/03/2019