যাদুকর করলে তুমি কি এমন যাদু?
এখন মন দিবা-নিশি ভাবে তোমায় শুধু।
মেঘ গুলো আপন মনে ভেসে বেড়ায় নীল গগনে
কি জানি কেন যে মন থাকে বিষণ্ন তুমি বিহনে।
জড়িয়েছো অদৃশ্য কোন সে ইন্দ্রজালে
মন তো পারে না অনু ক্ষণও তোমায় থাকতে ভুলে।
মায়ার মোহে মন করে যাচ্ছে কেবল ভুল
গুণতে হবে একদিন জানি সেই ভুলেরি মাশুল।
চোখের কোণে অশ্রু শুধু করবে টলমল
ঠোটে আর ফোটবেনা হাসির শতদল।
বিশাল আকাশ লাগবে কেবল ধূ-ধূ মরুভূমি
যখন হবে হয়তো অন্য কারো তুমি।
(28/11/2018)