হঠাৎ দেখা
----কনিকা সরকার

হাঠাৎ যদি হয় দেখা ব্যস্ত কোন পথে
অবাক চোখে ফেলবে তোমার পলক-
অচেনা মানুষ ভেবে নাকি যাবে চলে?
নাকি দেখবে না ফিরে শুধু ব্যস্ততায়?
যদি বা পড়েই যায় নয়নে নয়ন
আচমকা দাড়াবে কি? বলবে কি কথা?
নাহয় পড়লো মনে পুরাতন স্মৃতি,
দুয়েক দন্ড পৃথিবী রইলো থমকে।

হিল্লোল যদিই উঠে মন পারাবারে,
অশান্ত অস্থির হয় যদি মন কথা,
বলা নাই হলো তাতে যা ছিল বলার,
শুধুই নির্বাক রবে দৃষ্টি দুজনের।
হঠাৎ পাওয়ায় হর্ষ জাগবে হৃদয়ে
তবু্ও যেন বিষাদ রবে বুক জুড়ে।


রচনাকাল-(14)২৭/০৯/২০১৯