হয়নি বলা
কনিকা সরকার

কিছু একটা বলার ছিল
শত সহস্র বার
বলার সে ধ্বনি উচ্চারিত হতে গিয়েও
নিঃস্তব্ধ হয়ে ফিরে গিয়েছে
স্বরগ্রন্থির গভীর গহনে।

বলা হয়েও হয় নি বলা
আর হয়তো হবেও না তা।

উর্ধ্ব নয়নে দীর্ঘ শ্বাসে
উদাস চিত্তে আনমনে
ভেবেছি শুধু-
বলবো এবার
সেই না বলা কিছু একটা কথা,

কিন্তু পরক্ষণেই
দীর্ঘশ্বাস পতিত হয়েছে পদ প্রান্তের মৃত্তিকায়
আবার নীরবতা নিয়েছে আশ্রয়
হয়নি আর বলা
না বলার সেই কাঙ্ক্ষিত শব্দ।

আবারো দৃঢ়তায় গড়েছি হৃদয়
বারংবার আর কত অভিনয়
এবার হোক তো বলা;
কিন্তু কই আর হলো?
বিস্ফারিত চোখে সম্মুখে দৃষ্টি রেখে
নিশ্চুপ নিরবতায় ফিরে আসা।

হলো না তো বলা
বলার সেই কিছু একটা
রয়ে গেল হৃদয়ের গহীন থেকে গহীনে
নিভৃত নিরালায় নীরবতায়।

রচনাকাল-23/03/2019