হারিয়ে যাওয়া বেলা
----কনিকা সরকার
হারিয়ে যাওয়া সেই বেলাটা
আজও পিছু ডাকে,
বস্তবতার বদ্ধ জালে
তা হয়েছে আজ ফিকে।
আজও সেই দিন গুলো
চোখের মাঝে ভাসে,
ফিরে ফিরে যেন সে সময়
আমার কাছে ছুটে আসে।
উদাস সময় যখন থাকে
ভাবনায় তারা ভীরে,
ইচ্ছে করে ছুটে যাই
সে সময়ে আবার ফিরে।
চোখের কোণে অশ্রু জমে
আবার হাসায় শত বেলা,
সে সময় যাবে নাতো
এ জীবনে ভুলা।
জমে আছে সে দিন গুলোর
কত মধুর স্মৃতি,
এ সময় আজ বাড়ায় কেবল
সে সময়ের প্রীতি।
রচনাকাল-17/10/2019