হাজার বছর ধরে
------কনিকা সরকার
কবিতা তোমায় আমি সাজাতে চাই শব্দালঙ্কারে,
তোমার মাঝে থাকবো সুখে ছন্দটুকু নিয়ে,
তোমার মাঝেই বাঁচতে চাই হাজার বছর ধরে।
ইচ্ছেগুলো মেলবে ডানা তোমায় কাছে পেয়ে।
সুখ গুলো তোমার মাঝে রাখবো যতনে,
কষ্টগুলো ছড়িয়ে দেবো মেঘের তনুতে,
ভাবনা গুলো একলা বড় তোমার বিহনে।
স্বপ্নগুলো আঁকে তোমায় মনের আলোতে।
তোমার মাঝে হারাই আমি উদাসী একমনে,
একলা বেলা জড়াই থাকি তোমায় নিয়ে,
জীবন তোমায় পায় শুন্যতার ক্ষণে।
মনের হর্ষ কুড়াই তোমায় কাছে পেয়ে।
জীবন নামের ছোট গল্প তোমার মাঝে ভাসে,
হিসেব-নিকেশ থাকনা জমা ধরার ভাজে ভাজে,
তোমার মাঝে থাকতে চাই হাজার বছর মিশে।
তোমায় ছুয়ে আনন্দলোক নিবো আমি খুঁজে।
রচনা কাল-09/06/2019