গুজব
------কনিকা সরকার
যদি শুন আমার মন হয়েছে উদাস
একলা থাকা লাগে ভীষণ প্রিয়
মন বেসেছে হয়তো তোমায় ভালো
বুঝবে এসব শুধুই গুজব
আর লোকের মিথ্যে কানাকানি।
যদি শুন আমার ঘুম গিয়েছে নির্বাসনে
চাঁদ হয়েছে খুব যে আমার আপন
অন্ধকারে ভয় পালিয়ে ঠোঁটের কোণে
লেগে থাকে হাসি
বুঝবে এসব মানুষের রটনা
শুধুই গুজব আর গুজব।
যদি শুন প্রত্যেহের কাজ হচ্ছে এলোমেলো
পড়াশুনায় মন উদাসীন
শুন্যতায় থাকে নিষ্পলক
ভাবনায় আছো বলে শুধু তুমি
বুঝে নিও এসব নিন্দুকের মিথ্যে ছলা-কলা
শুধুই তারা ছড়াতে চায় গুজব।
জানলার গ্রীলের পাশে শুধুই আনমনে
হঠাৎ গুন গুনিয়ে গানের ধ্বনি গলায়
এলো চুলে ছাদের পরে একলা ঘুরাঘুরি
আর আপন মনে মেঘের সাথে
হয় যে কথা বলা
সমালোচক এসব নিয়ে করে আলোচনা
ছড়াতে চায় কোন জানি কি গুজব।
18/08/2018