গ্রহণ
--কনিকা সরকার

গ্রহণ যদি লাগে দিবাকর আর অংশুমালীর গায়
লোকে তা জানে খুব যে কলরবে,
মনের মাঝে লাগে যদি গ্রহণ
তা থাকে যে নিরবে।

যন্ত্রণা গ্রাস করে ধীরে ধীরে মন,
যখন পুরো প্রাণ জুড়ে
লেগে য়ায় গ্রহণ।

পুড়ায় তা নিশিদিন গভীর গহনে,
যামিনীর কালো ঘিরে যেন থাকে
নিশিদিন প্রতি ক্ষণে।

নিভৃতে নিরালায় নয়নধারায়,
বিষাদের গ্রহণ লাগে যে
বেলা অবেলায়।

বিষণ্ন বিরহের বেলায়,
প্রাণের উচ্ছ্বাস হয় ম্লান
মুহূর্ত গুলো হারায় অজানায়।  

স্বপ্ন গুলো যায় যেন হারিয়ে,
জীবন হয় তিক্ত
দেয় না সে সুখ আর ফিরিয়ে।

রচনাকাল-২৬/১২/২০১৯