তুমি চাইলে না হয় সাজবো আমি
ঘাস ফুলেরি মালায়,
ইচ্ছে হলে
গুজে দিও
একটি ফুল খোপায়।
হেমালঙ্কার থাক না আজ
মৃত্তিকাতে লুটে,
ঘাসফুলে সুখটুকু
নেবো খুটে খুটে।
তার ঘ্রাণেতে মন হারিয়ে
রইবো সারাবেলা
তোমার প্রণয় হিয়ার মাঝে
জাগাবে অজানা পুলকের দোলা।