তোমার দেওয়া ফুলের মালা
নাই বা দিলাম খোপায়
মরলে পরে এসে দিও
আমার লাশের গায়।
সে দিন তো আর ফুলের গন্ধে
মন রবে না সুখে
হাসিটা আর থাকবে না তো
আমার কালো মুখে।
আমার দু’নয়ন তো দেখবে না আর
তোমার দুটি আখি
আমার ভিতর থাকবেন না যে তখন
আমার প্রাণ পাখি।
নিথর হয়ে পড়ে রবো
দেখবো না তো চেয়ে
কি হবে আর সে দিন তোমায়
কাছে আমার পেয়ে।
18/06/2018