গোল গোল চেহারাতে
কি অপরূপ রূপ,
সবাই কে মাতোয়ারা করে
ফুচকা তোমার এই স্বরূপ ।
মচমচে মজাদার,
মনটা তোমায় পেতে
করতে চায়
বার বার আবদার ।
কি জানি কি যাদু
আছে তোমার মাঝে,
মন তোমায় বার বার
তাই তো শুধু খোঁজে।
হৈ হল্লুর আর আড্ডায়
তুমি মধ্যেমণি,
তুমি হলে আনন্দের
ছোট্ট একটা খনি।
টক টক ঝাল ঝাল
কি যে দারুণ মজা,
একটু ঝাল বেশি হলে
জিভটা পায় সাজা।
খুশির ক্ষণে তুমি বাড়াও
আরো একটু খুশি,
তোমায় পেলে আনন্দ
জড়ে রাশি রাশি।
সবার সাথে খেতে ফুচকা
স্বাদটা বাড়ে দ্বিগুণ,
মনের কোণে তুমি জাগাও
আনন্দের এক ফাগুন।