ফিরে এসো না
ইচ্ছেও করো না আসার
বদলে নিয়েছি নিজেকে
হারিয়ে ফেলেছি পুরাতন আমিকে।
ফিরে এসো না আর
আর তো কুয়াশা ভেজা ঘাসে
লুটিয়ে পড়া শিউলি কুড়াই না,
আনমনে আর তো
গাঁথি না মালা
তোমায় রেখে স্মৃতির পটে।
এসো না আর ফিরে
আসতে চেষ্টাটুকুও একো না তো মনে
যার উঠোন জুড়ে ছিল
তোমায় ভালোসেবে বিছানো
পুষ্প পাপড়ির চাদর
আজ যে পাপড়িগুলো শুষ্ক, নিষ্প্রাণ বদনে হয়ে গেছে মলিন,
মিথ্যে ভালোবাসায় মোহে হবে না তো
আর সে তোমার মাঝে বিলীন।
আর ফিরো না
আমার আর জোসনা জোনাকে মন বসে না
বাস্তবতা কি তা তো তুমিই শিখিয়ে দিয়েছো।
কি হবে আর মায়ায় মোহ বাড়িয়ে।
বাস্তবতায় নিজেকে নিয়েছি রুপান্তর করে
এখন আর রাগ, অভিমান, অভিযোগে
মন জড়ায় না।
সেই আমিটা কোথায় যেন হারিয়ে গেছে
তাকে আর খোঁজে লাভ নেই।
কষ্ট পাবে, বিষ্ময়ে বিস্মিত হবে
তাই তোমার না ফেরাটাই হবে সমীচীন।
তরীর যাত্রী হয়ে নয়
তরীর কর্ণধার হয়ে বাঁচিয়ে রাখতে চাই নিজেকে।
এটুকু সুযোগ দিও, আর কিছুই চাওয়া নেই।
রচনা কাল-১২-১২-২০১৮খ্রিঃ, ২৮ অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ।