দুর্নীতি
--কনিকা সরকার

দুর্নীতি কি কেবল মাত্র ঘুষের টাকায় হয়
মিথ্যা বলে অন্যায়-অবিচার করা কি দুর্নীতি নয়?
ক্ষমতার দাপট যখন দেখায় ক্ষমতাবান
দুর্নীতি তাতেও পাবে খুঁজে দেখ অভিধান।

হুককি-দমকি দিয়ে দেখ দেখায় ক্ষমতা
তাদের প্রাণে নেই তো বিন্দুমাত্র সততা।
আমজনতার টাকা তারা লুটে-পুটে খায়
আমজনতা আমের বদলী শুধু আঁটি পায়।

রক্ষকরাই ভক্ষক হয়ে খাচ্ছে দিনে রাতে
ধরা কি আর অতো সোজা তাদের হাতে-নাতে।
সরষের মধ্যেই ভূতের যে আনাগোনা
ওঝা তো সেই সরষেই করে দেখাশুনা।

টাকার ঝোরে সনদপত্র পাওয়া যায় কতশত
সেই সনদে শিক্ষক হয়ে দিচ্ছে জাতিকে শিক্ষা অবিরত।
মেধার পরাজয় হচ্ছে কত স্বজন প্রীতি আর টাকার কাছে
দুর্নীতি ছাড়া এদের কাছ থেকে আর কি-বা পাওয়ার আছে।

রচনাকাল-৩০/০৭/২০১৮।