দূর আকাশের তারা-২
---কনিকা সরকার
তুমি কেন হয়ে গেলে দূর আকাশের তারা,
আমি তাকিয়ে রই শুধু হয়ে দিশেহারা।
একটা বেলা ভাসো তুমি ওই দূর আকাশে,
বেঁচে আছি আমি তোমার মিথ্যে আবেশে।
মাঝে মাঝে মেঘের ভাজে যাও লুকিয়ে,
তোমায় দেখবো বলে বাতায়ন পাশে রই তাকিয়ে।
অধরাতে রয়েছে তুমি অনেক দূরের পথে,
কষ্টগুলো একলা আমার যা পেয়েছি তোমার হতে।
তোমার এই লুকোচুরি খেলা,
আমার নিজের প্রতি যেন নিজের অবহেলা।
তুমি তারা হয়ে গিয়ে আছো অনেক সুখে,
আমি দুঃখ লুকাই মিথ্যে হাসি মুখে মেখে।
রচনাকাল-16/06/2019 (২ আষাঢ়, ১৪২৬)