দুখু মিয়া
-----কনিকা সরকার
দুখু মিয়া ছিল খুব সাধারণ
কর্ম তাকে করলো অসাধারণ।
জীবন যুদ্ধে জয়ী হওয়ার
লেখা তার হলো হাতিয়ার।
অন্যায়ের প্রতিবাদে সে হলো এক উজ্জ্বল দৃষ্টান্ত
জীবন যুদ্ধে তাই এগুতো হয়নি সে কভু খান্ত।
ঘুম ভাঙ্গিয়েছে অচেতনের
আঘাত করে লেখার বানের।
শোষণ, বঞ্চনার, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে
সে গিয়েছে বারংবার যুদ্ধে।
লেখা ছিল শক্তি তার
কে করতে পারে তার হার।
সংগ্রামে জাতিকে করেছে উদ্বুদ্ধ
অন্যায়কারীর বিরুদ্ধে সে ছিল সদা ক্ষুব্ধ।
সাম্যতা তার ছিল প্রাণে
মানুষ তা পেয়েছে তার মহৎ গুণে।
প্রেম ছিল তার উজার করা
সিক্ত হয়েছে তার প্রেমেতে এই ধরা।
তার গানের কথায় মন হারায় সবাই
অজানায় থেকেও তাকে যেন খুব যে কাছে পাই।
জড়া তাকে নিয়ে গেছে ছিনিয়ে
জাতি মর্মাহত, ব্যথিত তাকে হারিয়ে।
{কাজী নজরুল ইসলাম (আমাদের জাতীয় কবি) একাধারে ছিলেন কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা।মহান এই লেখকের প্রয়াণ দিবসে জানাই গভীর শ্রদ্ধা।}
27/08/2018