দ্বিধা, দ্বন্দ্ব আর সংশয় এ দিবানিশি কাটায় এই মন
কি জানি কি আছে তোমার মনেতে কিসের আয়োজন,
আদৌও কি ছিল এ মন তোমার প্রিয়জন?
মিথ্যে স্বপ্নে বিভোর তবু আমার দুই নয়ন।

অন্ধকারে আলোর অন্বেষণে হাতরে শুধুই মরি
মিথ্যে অভিলাসে কল্পনাতে স্বপ্ন নীড় গড়ি,
আলেয়ার আলোতে ভুল করে তার পিছু ধরি,
হয়তো এমনি করে কোন দিন জীবনে পড়ে যাবে দাঁড়ি।

দ্বিধা-দ্বন্দ্বের হবে তো জানি একদিন শেষ
কাটবে মনের যত আছে তোমার আবেশ,
ফুরাবে সময়ের প্রয়োজন বিশেষ
যখন হিয়ার কোণে লুকনো প্রণয়ের শেষ বিন্দুটুকু হবে নিঃশেষ।  

03/12/2017