চাই না দামি শাড়ি চুড়ি
হাজার পদের গয়না
এসব নিয়ে নেই তো আমার
বিন্দুমাত্র বায়না।
এনে যদি দাও গো তুমি
কাচের রেশমি চুড়ি
মন আকাশে উড়বে যেন
শত রঙের ঘুড়ি ।
রুনু ঝুনু শব্দে তোমার
মন ভরিয়ে দেবো
মনের মাঝে শত স্বপ্নে
এমনি করে তোমার
মাঝে হারিয়ে যাবো।
রেশমি চুড়ির বাহুর মাঝে
তোমায় বেধে নিবো
এ বাঁধন ছিন্ন করে
নাহি যেতে দিবো।