চোখ ভরা কথা
-কনিকা সরকার-

চোখ ভরা কত শত কথা
তাকে শোনাবো বলে।
প্রাণ প্রতিটি প্রহর প্রতিক্ষায় হারায়-  
কিন্তু রয়ে যায় তার চোখের অগোচরে-
জীবনের যত জমানো শব্দ মালা।

প্রহরের পর প্রহর প্রবাহিত
ধ্বনিরা প্রতিধ্বনিত হয় হৃদয় হরষে বিষাদে
অট্ট হেসে বলে প্রাণ সব তো বৃথা-
কেন তবে এত যল্পনা কল্পনা-
কেন মনে প্রতিনিয়ত গড়ে প্রণয়ের আলপনা?
মিথ্যের মোহনায় মন মাতোয়ারা হয়েছে কি তবে?

তবু্ও চোখ ভরা কথা নিয়ে প্রতিক্ষায়-
কোন না কোন ক্ষণ তো আসবেই।

ওই জোসনা ঝড়া যামিনি
আসে আর ফিরে যায়-
কাশফুলের শুভ্রতা শূন্যতায় হারায়
কদম ফুটে বরষার বারতায়
সময়েই আবার প্রকৃতি নিয়ে আসে নতুন বারতা-
তেমনি আমার কথাগুলোও হারিয়ে যাবে
সময়ের ঢেউয়ের ভাজে ভাজে।

রচনাকাল-02/02/2022