ফাগুনের শেষ বেলায়
বসন্তের শত সমারোহে
পবন স্পর্শ বৃক্ষ শাখে যখন করে মাতামাতি
নিজ বর্ণ হারিয়ে বিবর্ণ ধূসর
শত সহস্র বৃক্ষপত্র তখন
উঠোন জুড়ে ধূলোয় তাদের চাদর বুনে
বৃক্ষ তাদের দিয়েছে যে বিদায়
আর রুক্ষতা তাদের হৃদয় জুড়ে নিয়েছে বসবাস,
যেন উঠোন জুড়ে বিছিয়ে আছে তাদের চৈত্র মাস।

সজনে ফুল যেন হয়েছে তাদের সঙ্গী
তাদের কিছু বৃক্ষ শাখা ছেড়ে উঠোন কোণে
ধূলোয় রয়েছে লুটিয়ে,
তবে কি চৈত্র তাদেরও এনেছে ছিনিয়ে।

আগুন লাগা ফাগুন দিনের
সেই পুষ্প বনে
সেখানেও ছুঁয়ে গেল কি রুক্ষতা?
কেমন যেন হয়ে যাচ্ছে-
হারিয়ে ফেলছে যেন মন ভুলানো সজীবতা,
তাদের মনেও জেগেছে কি আজ চৈত্রের কোন ব্যথা?

03/09/2019