শুন্য ঘরে নিঃস্তব্দতা
বিষন্নতার ছোঁয়া
ক্ষণে ক্ষণে মনে হয়
এ যেন এক বিশাল কুন্ডলী বাঁধা ধোঁয়া।
ছন্নছাড়া জীবনে
নেইতো কোন মায়া
যেথায় যাবো খোঁজে নিব
কোন কিছুর ছায়া।
আলসেমিতে দিনগুলো যায়
সময় করে নষ্ট
মনের মাঝে থাকনা জমা
হাজার রকম কষ্ট।
ইচ্ছেগুলো আজ যেন এক
খাঁচায় বন্দী পাখি
কোন ভাবেই পারছে না সে
দিতে কাউকেই ফাঁকি।