ছিল যত কথা
--কনিকা সরকার

ছিল যত না মনেরো গোপনও ব্যাথা,
কহিবো সখী তোমারও সনে সকলি সে কথা।

জীবনো সায়রে যদি গো সখী হারায় দুঃখে মন,
তুমি নয়নও মেলে দেখিও গো রহিব পাশে সে ক্ষণ।

হাসিতে হাসিয়া লুটায়ে দিও সকল যাতনার বেলা
দেখিবে চারিপাশে আছে গো কত না বাতায়ন খোলা।

যামিনীর কালিমা দেখিয়া কেন গো করো বদনও খানি ভার,
দেখোনা চাহিয়া হয়তো আছে কোন না কোন সুখেরও খোলা দ্বার।

দিবসে যদি গো আসে ঘনিয়া কালো মেঘেরও ছায়া,
ত্রাসে নাহি হয়ো কম্পিত রুখো তারে মনেরও শক্তি দিয়া।

হাস্যরসে কাটাইয়ো বেলা দূরে ঠেলে যত যাতনা,
দূর হবে প্রাণের তরে লুকানো যত আছে বেদনা।

রচনাকাল 06/08/2019