বুজিতে তোমা
------কনিকা সরকার

বুঝিতে তোমা খুঁজিয়া ফিরি হৃদয়ও সায়রে,
সত্য মিথ্যের দ্বন্দে প্রাণ সদায় রয় হারায়ে।

কি করিয়া বুঝিব তোমা জানা নাহি মোর কোন প্রথা,
জীবনও মরনও প্রাণ চাহে তোমা এ যেন হয় না গো বৃথা।

ভাবিতে ভাবিতে প্রহর গুলো কাটিয়া যায় বৃথা,
হিয়ার কোণে জমিয়া উঠে যেন জলদ ন্যায় কত-শত ব্যথা।

বসন্তে যখন সাজিয়া উঠিতে চাহে প্রাণ হৃদয়ের পুলকে,
কোথা যেন থমকে দাঁড়ায় সবি যেন চৈত্রের রুক্ষতার ঝলকে।

অকারণে বিষাদও বাণী বাজিয়া উঠিতে চায় মনে,
একেলা ক্ষণে তোমাবিনে কত স্মৃতি অাসে গো স্মরণে।


রচনাকাল-২০/০৪/২০২১