বৃষ্টির ছন্দ
----কনিকা সরকার
ওই মেঘ কালো আকাশের নিচে
মাটির বুক ছুয়ে বৃষ্টি খেলবে যখন
তোর হাতটি রাখিস হাতে
শুনবো গান বৃষ্টির ছন্দে তখন।
কদম্ব শাখে কদম্ব পুষ্পে
শীতল হাওয়ার দোলায়
দু’জন মেলবো ডানা
কোন প্রজাপতির মেলায়।
মেঘলা আকাশ ছুয়ে লিখবো
কাব্য কথা তোকে সাথে নিয়ে
সাজাবো তাকে যত্ন করে
বৃষ্টির ছন্দ, সুর দিয়ে।
টাপুর-টুপুর কোন বিকেল
যদি কাটে একেলা,
দেখবি তুই বাতায়ন খোলে
কেটে যাবে যে বেলা।
রচনা কাল-27/06/2019