দিবসের দ্বিপ্রহরেও
সূর্য দেয়নি উকি
শোনা যায়নি পাখির কলধ্বনি
সেদিন ছিল বৃষ্টি ভেজা শহর
তরঙ্গ তার বেজেছিল বকুল কিশলয়ে।
ব্যস্ত শহর ক্লান্ত শ্রান্ত কায়ায়
কিছুটা যেন পেল বিশ্রাম
শত কোলাহলের খানিক যেন
হলো ছুটি
বৃষ্টির ধ্বনিতে
তার চারপাশের কর্কশ আওয়াজ
গিয়েছিল অনেকটা হারিয়ে।
সদ্যভেজা রাস্তার ধারে
কফি সপের বারান্দাটা ঘেসে
নীরবতায় নিস্তব্দতায়
আত্মরক্ষায় বৃষ্টিফোটা হতে
দাড়িয়ে ছিল নিষ্পলক
অচেনা আগন্তুক
মনে শত কৌতুহল নিয়ে।
ভাবনা তার আরও গেল যে বেড়ে
বৃষ্টি তার পদযুগল যখন দিল ছুয়ে,
আত্মরক্ষায় সে যেন পালাতে চাইল
অন্য কোথাও গিয়ে।
গাড়িগুলো বিরতিহীন যেন যাচ্ছিল
হর্ণের চিৎকার দিয়ে।
হঠাৎ তার দৃষ্টি পেল ঠাই
কোন অজানা অচেনা বদনও ছায়ায়,
কি জানি কোন অনুরাগে
মেঘ কাব্য আকে
কফির কাপের ধোয়ায়।
রচনা কাল-১০/১২/২০১৮8খ্রিঃ, ২৬ অগ্রহায়ন, ১৪২৫ বঙ্গাব্দ।