বসন্ত এলো বলে
----কনিকা সরকার

পুষ্প সুভাস চারিদার
করছে বিমোহিত-
কত পুলক নিয়ে গাইছে পিক
নিজ আপন মনে,
ধরার মাঝে বসন্ত যে
এলো নতুন প্রাণে।

বসন্ত যে এসেছে ওই
বছর দশেক শিউলীমালার দ্বারেও
ফুলের ঢালা তাই ভরেছে তার
নানান রঙের ফুলের সমাহারে।    

ফুলের রঙে জীবন তার
হয়না তো রঙিন,
তবু্ও যেন চেষ্টা কত
লাড়েয়েই যায় কেটে রাত দিন।

রাস্তার ধারে দাঁড়িয়ে
পথিক মাঝে দৌড়ে গিয়ে
দুয়েক ফুল আর মালা
যখন সে বেচে
শত বসন্ত যেন ফুটে উঠে
তার শুষ্ক মলিন দুঠোটে,
শশী যেন দিনের আলোয়
ঝলমলিয়ে উঠে
নিষ্পাপ বদনখানি জুড়ে।

যেন বসন্ত থাকে এমনি করে
সারা বছর জুড়ে
যায় না ফিরে আর নিজ আলয়ে।

প্রতীক্ষায় তপন তাপে
আবার পুষ্প পাপড়ি ঝরে
যখন কেউ নেই না ফুল
একটু ভালোবেসে।  

রচনাকাল-08/03/2020