বসন্তের রং
-কনিকা সরকার

ওই শিমুল বনে আজ লেগেছে রঙের আগুন,
হিয়া জুড়ে উঠেছে জেগে প্রণয়ের গুণগুণ।

ফাগুনের মাতাল হাওয়ায় উঠেছে দোলে মন,
শত রঙে রঙিন হয়েছে আজ অশোক, পলাশের বন।

তোমার তরে প্রণয় হয়েছে বসন্তের রঙে রঙিন,
এমনি যেন রঙিন হয়ে তা থাকে চিরদিন।

হাজার রঙে স্বপ্ন গাঁথা তোমার আমার প্রণয়,
জীবনের প্রতিক্ষণে তা থাকে যেন সব সময়।

রচনাকাল-11/02/2020