বরষার লগনে
---কনিকা সরকার
আজি বরষার লগনে
প্রভাতের প্রহর কাটিয়া
দিবাকর দিতে পারেনি তীব্র প্রভা
ওই ঘন কালো জলদের আবরণে।
অম্বরের বুকে ভাসিয়া ভাসিয়া
কোন দিগন্তের পানে জলদ
চলিয়াছে নিজমনে ছুটিয়া......
কোথাও হয়তো হইবে স্থির
ঘনাইয়া নিয়া আসিবে চারদিক
কৃষ্ণ কালো মেঘেদের দল,
আবার কোথাও বা হইবে
বরষণ অজোর ধারায়........
কোথাও টিপটিপ ভিয়াইবে মৃত্তিকা,
ভিজাইবে সাজানো পুষ্প কানন,
ভিজাইবে বিহঙ্গের ছোট্ট নীড়,
ভিজাইবে উঠোন কোণে সদ্য ফুটন্ত
ঘাসফুলের মেলা।
বনের মাঝে ফুটিয়াছে যে কদম দল
নিষ্পলক চাহনির মত.......
তাহাদের ভেজা ভেজা গন্ধ
সমীরণে মিশিয়া ছুটিয়া বেড়াইবে
দিগন্তের এক প্রান্ত হইতে অন্য প্রান্তে।
রচনাকাল-24/06/2020