বছর চার ঘুরে আবার এলো বিশ্বকাপ ফুটবল
তাই মেতেছে আনন্দ উৎসবে ফুটবল প্রেমীর দল।
মহা এই উৎসবের আমেজে সেজেছে যেন আজকে বিশ্ব
এ যে এক অপরূপ অনুপম সুন্দর দৃশ্য।
চারিদিকে হৈ-হল্লুর আর আনন্দের পড়ে গেছে সারা
খুশির এক নব রূপে সেজেছে যেন ধরা।
হার-জিত থাকনা পড়ে খেলার মাঠেতে
আনন্দের কমতি নেই হাটে-ঘাটেতে।
অলিতে গলিতে পড়ে গেছে উৎসবের সোরগোল
খেলার মাঠেতে হবে কেবল গোল আর গোল।
কত দল কত দেশ খেলবে খেলার মাঠে
কোন দল জয়ী হয় শঙ্কায় কেবল তাই সময়টা কাটে।
প্রিয় দল জয়ী হবে এই স্বপ্ন সবার মনে
টিভির সামনে বসে তাই যায় দিন গুণে।
একে একে জয় পাবে খেলার যত আছে ধাপ
ঘরে নিয়ে ফিরবে প্রিয় দলটি সোনার বিশ্বকাপ।