ভাবনাহীন জীবন
..........কনিকা সরকার.........
ভাবনাহীন একটা জীবন
তেমন যদি পাওয়া যেত,
ওইতো পথের দ্বারে ধুলোয় লুটিয়ে থাকা
অনেকটা পাগলের মতো।
যার একমাত্র এই বিশাল পৃথিবীর
বিশাল কর্মশালার....
কোন কিছুতেই কিছু আসে যায় না
নেই আয়োজন জীবন সাজানো মিথ্যে খেলার।
অবনীর বুকে কত কিছুতে
ব্যস্ততায় জড়িয়ে নিয়েছি আমরা,
কিন্তু যাক না পৃথিবীটাই কোথাও হারিয়ে
সে তো নিজের মত নিজে আত্মহারা।
ঘরের দেয়ালের রংটা ওঠে গেলে
কিংবা মাঝ রাতে ঘুমের বিদায় হলে-
মন খারাপের নেই বাতিক,
নিজ মনে বলে যায় কত কথা
কখনও বা আবার হাসে ফিক ফিক।
সঙ্গীহীন জীবন একলা নিরন্তর
ছুটে চলায় নেইতো পিছুটান,
হাওয়ার সঙ্গে চলে, মৃত্তিকায় লুটায়
জল, বৃক্ষের সাথে আলাপন-
এমনি করেই গেয় যায় জীবন নামের গান।
রচনাকাল- ০৮/০৬/২০২৩