যদি হতো এমন
আমি হতাম তোমার বেলা বোস
প্রহর গুলো কাটতো আমার অপেক্ষাতে
স্বপ্ন গুলো মেলতো ডানা ভাবনায়
তোমায় নিয়ে ওই নীল গগনে..............

লাল নীল এই ইট পাথরের শহরে
গড়তো রূপকথার সাজে তোমার আমার
একটি ছোট্ট নীড়,
ভাজে ভাজে যার থাকতো শুধু
শুদ্ধ প্রণয়ের ভীর।

তোমার প্রতীক্ষায় বিষণ্নতার বলয়ে
যদিও বন্দী মন,
তবুও তোমায় নিয়ে গড়া স্বপ্নগুলোর মালা গেঁথে গেঁথে
জলে ভাসাতাম দুনয়ন।

একটি পলক দেখবো তোমায়
আশায় আশায় কাটবে কত না ক্ষণ
তোমায় দেখার টানে মিথ্যে ছলে
ঘর ছেড়ে বাহির পানে
ছুটবে ব্যকুল এই মন।

দূরালাপনীর ধ্বনির আওয়াজ
হিয়ার মাঝে দেয় যে পুলক,
কাচের দেয়ালে যখন ফুটে তোমার
নামের ক্ষুদ্র আলোক।

কখন তুমি বলবে সেথায়
এবার বুঝি হবে শেষ
অপেক্ষার সকল অবসান,
দুটি হৃদয় একি বৃন্তে মিলে
গড়বে সুখ উদ্যান।

অশ্রু জানি বয়বে তখন
দুটি নয়ন ধারায়
তোমায় পাওয়ার আনন্দে
উল্লসিত হৃদয় প্রফুল্লিত হবে আত্মহারায়।

28/08/2018