বেইমান মন
---কনিকা সরকার
আমার মাঝে মন তোর
হল বসবাস,
তোর মাঝে গড়িস তুই
আবার অন্য কারো আবাস।
আমায় নিয়ে ভাবিস না
তুই এক বিন্দু,
কিন্তু তাকে নিয়ে গড়িস তুই
কল্পনার সিন্ধু।
সদায় করিস তার ভাবনা
দিস আমায় যন্ত্রণা,
তোর জ্বালা আমার তো
আর প্রাণে সহেনা।
আমার দেহে থাকিস তুই
নিয়ে কত সুখ,
সময় পেলেই আমায় তবু
দিয়ে যাস দুখ।
আমি যা চাই সদা
ভুলে থাকতে,
তুই তা চাস তোর মাঝে
তা যতনে রাখতে।
তুই যেন হলি রে
আমার বেইমান মন
তোকে নিয়ে কাটাই
আমি তবু সর্বক্ষণ।
রচনাকাল-27/05/2019